• ঢাকা সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১
logo

মানুষ দরুদ পড়ে রাজউকে যায়: রিজওয়ানা হাসান

আরটিভি নিউজ

  ২৫ নভেম্বর ২০২৪, ১২:৪০
ছবি: সংগৃহীত

জমি ভরাট ও ভূমিদস্যুদের বিরুদ্ধে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) তেমন কোনো কার্যকর পদক্ষেপ নিতে দেখা যায় না উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, রাজউকে গেলে সাধারণ মানুষ সেবা পাবে, তা কিন্তু ভাবাই যায় না! মানুষ দরুদ পড়ে রাজউকে যায়। এ অবস্থায় তাদের কার্যক্রম স্বচ্ছ ও জনমুখী করতে হবে।

সোমবার (২৫ নভেম্বর) সকালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েটে) ‘প্ল্যানিং উইক-২০২৪’ উপলক্ষে আয়োজিত সেমিনারে তিনি এসব কথা বলেন।

রিজওয়ানা হাসান বলেন, ভূমিদস্যুরা যা বলে সেই অনুযায়ী কাজ হয়। এত এত ভূমি দস্যুর কথা শুনি কিন্তু এখন পর্যন্ত কোনো ভূমি দস্যুর শাস্তি পেতে দেখিনি। আমরা সমালোচনা করতে পছন্দ করি, কিন্তু নিয়ম মানতে চাই না।

এ সময় উপদেষ্টা রাজধানীতে গণপরিবহনের অবস্থা নিয়েও কথা বলেন।

তিনি বলেন, আমরা পুরোনো বাস রিপ্লেস করতে ৬ মাস সময় দিয়েছি। কী কী করা লাগবে তা জানতে চেয়েছি। ফিটনেসবিহীন বাস সড়ক থেকে সরিয়ে নিতে পরিবহন মালিকদের সহজ শর্তে ঋণ দেওয়ার প্রস্তাবনাও দেওয়া হয়েছে।

আরটিভি/আইএম/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাস্তায় নয়, ন্যায্য দাবি নিয়ে আমার কাছে এসো: শিক্ষা উপদেষ্টা
প্রধান উপদেষ্টাই নির্বাচনের তারিখ ঘোষণা করবেন, বাকিদের কথা ব্যক্তিগত
শ্রম অধিকারগুলো মানতে পারলে জিএসপি সুবিধা মিলবে: বাণিজ্য উপদেষ্টা
ব্যাটারিচালিত রিকশার বিষয়ে আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা