আইনজীবী আলিফ হত্যা ঘিরে সুপ্রিম কোর্টসহ সব বারে বিক্ষোভের ডাক

আরটিভি নিউজ

বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ , ১১:০৩ এএম


আইনজীবী আলিফ হত্যা ঘিরে সুপ্রিম কোর্টসহ সব বারে বিক্ষোভের ডাক
ফাইল ছবি

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর এবং কারাগারে পাঠানোকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালতে ত্রিমুখী সংঘর্ষ চলাকালে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রতিবাদ সমাবেশ ডেকেছে আইনজীবীদের বিভিন্ন সংগঠন।

বিজ্ঞাপন

বুধবার (২৭ নভেম্বর) সুপ্রিম কোর্ট বারের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

জানা গেছে, এদিন দুপুর ১টার দিকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট জিয়াউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির বরাত দিয়ে ফোরামের সদস্য অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান জানান, সুপ্রিম কোর্ট ছাড়াও সারাদেশের সব আইনজীবী সমিতির (বারে) বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে তাদের পক্ষ থেকে।

বিজ্ঞাপন

একই সময়ে সুপ্রিম কোর্ট বারের সামনে প্রতিবাদ সমাবেশ করবে জাতীয় নাগরিক কমিটি, লিগ্যাল উইং। এ তথ্য জানিয়েছেন নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট সাকিল আহমাদ।

নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ (৩৫) সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) ছিলেন। তিনি ২০১৮ সালে জেলা আইনজীবী সমিতির সদস্য হন। পরে তিনি হাইকোর্টের আইনজীবী হিসেবেও নিবন্ধন পান।

মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সংঘর্ষ চলাকালে আইনজীবী আলিফকে আদালত ভবনের প্রবেশমুখে রঙ্গম কনভেনশন হলের সামনে কুপিয়ে হত্যা করা হয়। চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি নাজিম উদ্দিন চৌধুরী বলেন, বিক্ষোভকারীরা তাকে চেম্বারের নিচ থেকে ধরে নিয়ে কুপিয়ে হত্যা করেছে।

বিজ্ঞাপন

আরটিভি/এসএইচএম-টি
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission