• ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
logo

আজ বছরের সর্বোচ্চ দূষিত ঢাকার বাতাস

আরটিভি নিউজ

  ০৫ ডিসেম্বর ২০২৪, ১২:২২
ছবি: সংগৃহীত

ঢাকায় আজ সকাল ৯টার দিকে চলতি বছরের সর্বোচ্চ বায়ুদূষণ ছিল। আজ ঢাকার বায়ু যতটা দূষিত, তা এ বছর আগে তা কখনও হয়নি। তবে বায়ুদূষণে বিশ্বের ১২৬ দেশের মধ্যে আজ ঢাকার অবস্থান দ্বিতীয়। আইকিউএয়ারের বাতাসের মানসূচকে আজ সকাল ৯টায় ঢাকার স্কোর ছিল ৩৪১। এ মানকে ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে ধরা হয়।

এ ছাড়া আজ সকালে বিশ্বের ১২৬ শহরের মধ্যে বায়ুদূষণে শীর্ষে আছে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা, স্কোর ৩৬০।

স্টামফোর্ড ইউনিভার্সিটির বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের (ক্যাপস) চেয়ারম্যান অধ্যাপক কামরুজ্জামান মজুমদার আজ সকালে গণমাধ্যমকে বলেন, ঢাকার বাতাসের মান আজ যা, তা এ বছরের সর্বোচ্চ।

বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও সতর্ক করে।

রাজধানীর বায়ুদূষণের প্রধান উৎস যানবাহন ও কলকারখানার দূষিত ধোঁয়া আর ইটভাটা। এসব উৎস বন্ধে সরকারি উদ্যোগগুলো মোটেও কার্যকর হচ্ছে না বলেই মনে করেন পরিবেশ বিশেষজ্ঞরা।

ঢাকার বায়ু আজ অস্বাস্থ্যকর। এই বায়ু যেকোনো মানুষের জন্যই ক্ষতিকর। আজ ঢাকা ও আশপাশের যে তিন স্থানে দূষণ বেশি, এগুলো হলো ইস্টার্ন হাউজিং ২ (স্কোর ৪৮৭), আগা খান একাডেমি (৩৯৮), ঢাকার মার্কিন দূতাবাস (৩৯৮)।

ঢাকার বায়ুদূষণের প্রধান উপাদান হলো বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫-এর উপস্থিতি। আজ ঢাকার বাতাসে এর উপস্থিতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানমাত্রার চেয়ে ৫০ শতাংশ বেশি।

আজ বায়ুদূষণের যে অবস্থা, তা থেকে রক্ষা পেতে আইকিউএয়ারের পরামর্শ- ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরতে হবে। খোলা স্থানে ব্যায়াম করা যাবে না। আরও একটি পরামর্শ, ঘরের জানালা বন্ধ রাখতে হবে।

আরটিভি/একে-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দূষিত বাতাসের তালিকায় তৃতীয় ঢাকা
ঢাকার বাতাস আজ ‘ঝুঁকিপূর্ণ’, দূষিত শহরের তালিকায় দ্বিতীয়
ঢাকার বাতাস আজও অত্যন্ত অস্বাস্থ্যকর, বায়ুমান বিপজ্জনকের কাছাকাছি 
দূষিত বাতাসের শহরের তালিকায় দিল্লি-লাহোরের পরই ঢাকা