• ঢাকা বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

চাঁদাবাজির মামলা থেকে খালাস পেলেন বিএনপি নেতা আমান 

আরটিভি নিউজ

  ০৫ ডিসেম্বর ২০২৪, ১৫:০৩
চাঁদাবাজির মামলা থেকে খালাস পেলেন বিএনপি নেতা আমান 
ছবি: সংগৃহীত

চাঁদাবাজির মামলায় সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা আমানুল্লাহ আমানকে বিচারিক আদালতের দেওয়া সাত বছরের কারাদণ্ডের রায় বাতিল করেছেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে খালাস দেওয়া হয়েছে।

বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে তার আপিল মঞ্জুর করে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও আইনজীবী নাজমুল হুদা। সঙ্গে ছিলেন আইনজীবী তারেক ভূঁইয়া।

২০০৭ সালের ৬ মার্চ দক্ষিণ কেরানীগঞ্জ থানায় চাঁদাবাজির অভিযোগে মামলাটি দায়ের করেন পূর্ব আগানগরের রফিকুল আলম নামে এক ব্যক্তি।

২০০৪ সালের ২৬ জুনের এক ঘটনায় ২০০৫ সালে দুই পর্বে পাঁচ লাখ টাকা চাঁদা নেওয়ার অভিযোগ তোলা হয়। এ মামলায় ২০০৭ সালের ৭ মার্চ আমানকে গ্রেপ্তার দেখানো হয়। বিচার শেষে ২০০৮ সালের ৮ মে সাত বছরের কারাদণ্ড এবং ১ লাখ টাকা জরিমানা করেন আদালত।

এর বিরুদ্ধে ২০০৮ সালে হাইকোর্টে আপিল করেন আমান। বৃহস্পতিবার শুনানি শেষে আপিল মঞ্জুর করে রায় দেন হাইকোর্ট।

আরটিভি/একে-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খালাস পেয়ে যা বললেন গিয়াসউদ্দিন আল মামুন
দর্শনায় একাধিক মামলার আসামি শাহাবুল গ্রেপ্তার
রাষ্টের স্বার্থসংশ্লিষ্ট মামলার সঙ্গে জড়িতদের ছাড় নয়: দুদক চেয়ারম্যান
সড়কে শৃঙ্খলা ফেরাতে একদিনে ১৮৮৭ মামলা