শেখ হাসিনাকে ফেরত আনতে আদালত এখনো চিঠি দেয়নি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪ , ০৫:২৯ পিএম


শেখ হাসিনাকে ফেরত আনতে আদালত এখনো চিঠি দেয়নি: পররাষ্ট্র মন্ত্রণালয়

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত আনতে আদালত এখনো পর্যন্ত কোনো চিঠি দেয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল ইসলাম।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

রফিকুল ইসলাম বলেন, ‘দিল্লি থেকে শেখ হাসিনাকে ফেরত আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে এখনো কোনো চিঠি দেয়নি আদালত।’ 

তিনি বলেন, ভারতের পররাষ্ট্র সচিবের ঢাকা সফরে দ্বিপাক্ষিক সব বিষয় নিয়েই আলোচনা হবে। এর মধ্যে বাণিজ্য, পানিবণ্টন ইস্যু থাকবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পরিবির্তন হলেও দেশটির পররাষ্ট্রনীতি অপরবর্তিত থাকে। এর ফলে বাংলাদেশের সাথে সম্পর্কের কোনো প্রভাব পড়বে না।

তিনি আরও বলেন, আগামী ৯ ডিসেম্বর ইইউ অনাবাসী রাষ্ট্রদূতরা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসবেন। সেই বৈঠকে রোহিঙ্গা, জলবায়ু, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক, জিএসপি প্লাস বিষয়ে আলোচনা হবে।

আরটিভি/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission | powered by TechnoNext Software Limited.