২০২৫ সালের ডিসি সম্মেলন শুরু ১৬ ফেব্রুয়ারি, চলবে ৩ দিনব্যাপী

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪ , ০৬:৩১ পিএম


২০২৫ সালের ডিসি সম্মেলন শুরু ১৬ ফেব্রুয়ারি, চলবে ৩ দিনব্যাপী
ফাইল ছবি

আগামী বছরের জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের তারিখ নির্ধারিত হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৬ ফেব্রুয়ারি (রোববার) শুরু হতে যাচ্ছে সম্মেলনটি। সবশেষ ডিসি সম্মেলনটি চার দিনব্যাপী আয়োজিত হলেও সামনের সম্মেলনটির আয়োজন হবে তিন দিনব্যাপী। 

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব (জেলা ও মাঠ প্রশাসন অধিশাখা) মোহাম্মদ খোরশেদ আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি জানিয়েছেন, আগামী বছরের জেলা প্রশাসক সম্মেলনের তারিখ নির্ধারণ হয়েছে। ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি ডিসি সম্মেলন হবে।

যুগ্ম সচিব আরও বলেন, এখন পর্যন্ত নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, সম্মেলনের কার্য অধিবেশনগুলো ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হবে। তবে অন্য ভেন্যুও বিবেচনায় রয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, আগামী ১৬ ফেব্রুয়ারি সকালে ডিসি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান হবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নিজ কার্যালয়ে সম্মেলনের উদ্বোধন করবেন।

সবশেষ ডিসি সম্মেলনটি ছিল চার দিনের। চলতি বছরের ৩ থেকে ৬ মার্চ অনুষ্ঠিত হয় এ সম্মেলন।

বিজ্ঞাপন

আসন্ন ডিসি সম্মেলনে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ডিসিদের কার্য-অধিবেশন, এ ছাড়া একটি উদ্বোধন অনুষ্ঠান, প্রধান উপদেষ্টার সঙ্গে মুক্ত আলোচনা, রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও একটি সমাপনী অনুষ্ঠান থাকবে বলে  জানা গেছে।

মন্ত্রিপরিষদ বিভাগের তথ্য অনুযায়ী, কার্য-অধিবেশনগুলোতে মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধি হিসেবে উপদেষ্টা, সিনিয়র সচিব ও সচিবরা উপস্থিত থাকবেন। সম্মেলন উপলক্ষে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনাররা লিখিতভাবে মাঠ প্রশাসনের সমস্যাগুলো নিয়ে প্রস্তাব দিচ্ছেন। অধিবেশনের সময় এগুলো ছাড়াও ডিসিরা তাৎক্ষণিক বিভিন্ন প্রস্তাব তুলে ধরবেন। কার্য অধিবেশনগুলোতে সভাপতিত্ব করবেন মন্ত্রিপরিষদ সচিব।

আরটিভি/এসএইচএম/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission | powered by TechnoNext Software Limited.