• ঢাকা বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

জরুরি ভিত্তিতে এনআইডির ভুল সংশোধনের অনুরোধ

আরটিভি নিউজ

  ০৮ ডিসেম্বর ২০২৪, ১৩:১৩
এনআইডি,
ছবি: সংগৃহীত

কারও যদি জাতীয় পরিচয় পত্রে (এনআইডি) তথ্যগত ভুল থাতে তাহলে তা সংশোধনের আবেদন করতে অনুরোধ করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২ জানুয়ারির আগে সংশ্লিষ্ট উপজেলা ও থানা শিক্ষা অফিসে গিয়ে ভুল সংশোধন করতে বলা হয়েছে।

রোববার (৮ ডিসেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) শরিফুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। যাদের এনআইডিতে ভুল আছে তাদের জরুরিভিত্তিতে এ সময়ের আগেই সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসে গিয়ে ভুল সংশোধনের জন্য অনুরোধ করা হলো।

ভোটার তালিকা আইন অনুযায়ী, বাংলাদেশের নাগরিকরা ১৮ বছর বয়স পূর্ণ করলেই ভোটার হতে পারেন। এজন্য বছরের যেকোনো সময়ই ভোটার হওয়া যায়। তবে নির্বাচন কমিশন ভোটার তালিকা হালনাগাদ করে প্রতি বছরের ২ মার্চ। তার আগে ২ জানুয়ারি খসড়া তালিকা প্রকাশ করে দাবি ও আপত্তি নেয়। সেগুলো নিষ্পত্তির পরই প্রকাশ করা হয় চূড়ান্ত তালিকা। আর এই তালিকার ভিত্তিতেই অনুষ্ঠিত হয় জাতীয় এবং স্থানীয় সরকার নির্বাচন।

আরটিভি/এফএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যে কারণে যুক্তরাষ্ট্রের জাতীয় ক্রিকেট লিগকে নিষিদ্ধ করল আইসিসি 
বয়স ১৮ হলেই ভোটার করে নেবে ইসি
আইসিইউতে নির্মাতা সুভাষ ঘাই
মেধাবৃত্তি দেবে ঢাকা সাব-এডিটরস কাউন্সিল