• ঢাকা রোববার, ১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১
logo

এসআই নিয়োগে আর্থিক অনিয়মে না জড়ানোর অনুরোধ

আরটিভি নিউজ

  ০৮ ডিসেম্বর ২০২৪, ১৩:২৮
এসআই নিয়োগে আর্থিক অনিয়মে না জড়ানোর অনুরোধ
ফাইল ছবি

পুলিশের উপ-পরিদর্শক (এসআই) পদে নিয়োগ পেতে আর্থিক অনিয়মে না জড়ানোর অনুরোধ জানানো হয়েছে পুলিশ হেডকোয়ার্টার্সের পক্ষ থেকে।

রোববার (৮ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ অনুরোধ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ পুলিশে উপ-পরিদর্শক (এসআই) পদে নিয়োগ চলছে। এ নিয়োগ প্রক্রিয়ায় শুধু মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হচ্ছে। এসআই পদে নিয়োগ পেতে কারও প্রলোভনে পড়ে কোনো ধরনের আর্থিক লেনদেন বা অন্য কোনো অনিয়মে জড়িয়ে প্রতারিত না হতে সবার প্রতি অনুরোধ জানানো হলো।

সতর্ক করে এতে আরও বলা হয়েছে, কেউ আর্থিক লেনদেনের বিনিময়ে নিয়োগের প্রতিশ্রুতি দিলে তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের প্রতারকদের সন্ধান পেলে নিকটস্থ থানায় বা পুলিশ সুপারের অফিসে জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হলো।

আরটিভি/এসএইচএম/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিয়োগ দেবে সুলতান’স ডাইন, প্রতি বছর বাড়বে বেতন
এসএসসি পাসে বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ
ফেসবুকে দুঃসংবাদ দিয়ে যে অনুরোধ করলেন নির্মাতা ফারুকী
যে কারণে রোববার ৫টার পরেও ব্যাংক খোলা রাখার অনুরোধ মন্ত্রণালয়ের