• ঢাকা রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
logo

অর্থনৈতিক মন্দা বাংলাদেশ-ভারতকে প্রভাবিত করছে: পররাষ্ট্র উপদেষ্টা

আরটিভি নিউজ

  ০৮ ডিসেম্বর ২০২৪, ১৫:৫৯
পররাষ্ট্র উপদেষ্টা
ছবি: সংগৃহীত

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, গত দু-তিন মাস ধরে যে দ্বিপাক্ষিক অর্থনৈতিক মন্দা যাচ্ছে, তা ভারত ও বাংলাদেশ উভয়কেই প্রভাবিত করছে।

রোববার (৮ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ৪০তম সার্ক চার্টার দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে তিনি এ সব কথা বলেন।

ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনকে নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, চলমান অচলাবস্থার কারণে ভারতের অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হচ্ছে। দ্রুত এ অচলাবস্থা কেটে যাবে বলে আশা করছি।

আগামীকাল সোমবার (৯ ডিসেম্বর) ভারতের পররাষ্ট্র সচিব আসছেন জানিয়ে তৌহিদ হোসেন বলেন, তিনি আমাদের পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করবেন। আশা করছি ফলপ্রসূ আলোচনা হবে।

সম্পর্কের বিষয়ে বাংলাদেশের নীতির পরিবর্তন প্রসঙ্গে বলেন, ভারতের সঙ্গে সম্পর্কের গুণগত পরিবর্তন হয়েছে। এটা মেনে নিয়ে দেশটির সঙ্গে আমাদের সম্পর্ক এগিয়ে নিতে হবে। ৫ আগস্টের আগে এবং পরে ভারতের সঙ্গে সম্পর্কের গুনগত পরিবর্তন হয়েছে বুঝতে হবে।

সার্ক বিষয়ে তৌহিদ হোসেন বলেন, এই জোটের কার্যক্রম নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পজিটিভ। সঠিক পদক্ষেপ নিলে আমাদের এ অঞ্চলের দরিদ্রতা কাটিয়ে ওঠা সম্ভব বলে তিনি মনে করেন।

আরটিভি/এএইচ/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশ কোনো দলের কাছে ইজারা দেওয়া হয়নি: ধর্ম উপদেষ্টা
প্রধান উপদেষ্টা লোক দেখানো পরিবর্তন চান না: পার্বত্য উপদেষ্টা
জুলাই আন্দোলন হলো বিগত বছরগুলোর অনিয়মের সমষ্টি: উপদেষ্টা ফারুকী
জুলাই-আগস্টে নিহতদের ছাড়া কারও প্রতি দায়বদ্ধতা নেই: জ্বালানি উপদেষ্টা