হাসিনাকে গণহত্যার আসামি হয়ে ফিরতে হবে: ফরিদা আখতার
শেখ হাসিনাকে গণহত্যার আসামি হয়ে ফিরতে হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।
রোববার (৮ ডিসেম্বর) বিকেলে পিলখানায় বিজিবি সদর দপ্তরের সীমান্ত সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মৎস্য উপদেষ্টা বলেন, শেখ হাসিনা যদি আদৌ বাংলাদেশে আসেন, তাহলে তাকে গণহত্যার আসামি হয়ে ফিরতে হবে। গণহত্যার বিচারের জন্য তাকে আগে আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে।
তিনি বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনাকে কোনো রাজনৈতিক দল বিতাড়িত করতে পারেনি, পেরেছে ছাত্র-জনতা। সেই আন্দোলনে ছাত্রের পাশাপাশি যারা আহত নিহত হয়েছে, তাদের কেউ বেকার ছিল না। দেশের জন্য তারা রাস্তায় নেমেছিল।
ফরিদা আখতার বলেন, আমরা যারা রাস্তায় নেমে ছিলাম অনেকে ভালো আছি। আমাদের দায়িত্ব, দায়বদ্ধতা এখন অনেক বেশি। আমরা রক্তের ওপর অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়েছি। সঙ্গত কারণে আমাদের দায়িত্বও অনেক বেশি।
তিনি বলেন, আমরা যদি জুলাই বিপ্লবের জড়িতদের জন্য কিছু করতে না পারি তাহলে আমাদের যে শাস্তি দেবেন মাথা পেতে নেব।
সরকার পিলখানা হত্যাকাণ্ডের বিচার করবে জানিয়ে মৎস্য উপদেষ্টা বলেন, বর্তমানে যারা বিজিবিতে রয়েছেন তাদের দায়িত্ব অনেক বেশি। আপনারা অবশ্যই পিলখানা হত্যাকাণ্ডের বিচার চাইবেন। এ বিচার হতেই হবে।
এ সময় চোরাচালানের মাধ্যমে বাংলাদেশের ইলিশ যাতে ভারতে না যায় সেজন্য নজরদারি বাড়ানোর অনুরোধ জানান ফরিদা আখতার।
আরটিভি/আরএ-টি
মন্তব্য করুন