‘সরকারি চাকরিজীবীরা রাজনৈতিক নেতাদের মতো আচরণ করলে ব্যবস্থা’

আরটিভি নিউজ

রোববার, ০৮ ডিসেম্বর ২০২৪ , ০৮:৪৫ পিএম


‘সরকারি চাকরিজীবীরা রাজনৈতিক নেতাদের মতো আচরণ করলে ব্যবস্থা’
ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, সব দপ্তরের রিপোর্টের ভিত্তিতে যারা বিভিন্ন দুর্নীতে জড়িত বলে প্রমাণিত ও সরকারি চাকরিতে থেকে রাজনৈতিক নেতাদের মতো আচরণ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

রোববার (৮ ডিসেম্বর) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনে জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪-এর ফটো গ্যালারির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, আগে যেকোনও প্রকল্পের টাকা দুর্নীতির মাধ্যমে সরিয়ে ফেলা হতো। সেই সুযোগ আর দেওয়া যাবে না। জনগণের অর্থের অপচয় রোধ করতে হবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, খাল, নদী, মাঠসহ যেসব সরকারি জমি দখল হয়েছে সেগুলো উদ্ধারে তৎপরতা শুরু হয়েছে। সিটি করপোরেশনের বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, দখলদারদের বিরুদ্ধে আমরা খুব দ্রুত অ্যাকশনে যাবো। 

ডেঙ্গু প্রতিরোধের বিষয়ে এই উপদেষ্টা বলেন, জনপ্রতিনিধি না থাকায় বিভিন্ন স্থানে ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমে ভাটা পড়েছে। দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানসহ সব পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরটিভি/এমএ
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission