মূল্যস্ফীতি সহনীয় হতে এক বছর সময় লাগবে: গভর্নর

আরটিভি নিউজ

শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪ , ০২:১৩ এএম


মূল্যস্ফীতি সহনীয় হতে এক বছর সময় লাগবে: গভর্নর
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। ছবি : সংগৃহীত

মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে নামিয়ে আনতে আরও  ১০ থেকে ১২ মাস সময়ে লাগবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে ব্র্যাক ইপিএল আয়োজিত সেমিনারে এসব কথা জানান তিনি।

বাজারে সরবরাহ ব্যবস্থার ঘাটতির কারণে দ্রুত মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না মন্তব্য করে ড. আহসান এইচ মনসুর বলেন, মূল্যস্ফীতি আগামী জুনের মধ্যে ৭ শতাংশ এবং আগামী অর্থবছরে ৫ শতাংশে নামিয়ে আনা হবে। 

বিজ্ঞাপন

আমানতকারীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে গভর্নর বলেন, দুর্বল ব্যাংকগুলোর সকল তথ্য-উপাত্ত যাচাই করা হবে। এর ফলে ব্যাংকগুলো থেকে কারা অর্থ নিয়ে গেছে তা বের হয়ে আসবে। এই পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে ইউরোপ ও আমেরিকার কাছ থেকে রাজনৈতিক সাহায্য নেয়া হবে। 

মাস দুয়েকের মধ্যে আলু ও পেঁয়াজের দাম স্বাভাবিক হবে ভবিষ্যত বাণী করে আহসান এইচ মনসুর বলেন, গত আগস্ট-সেপ্টেম্বর মাসে বন্যার কারণে সময়মতো আলু ও পেঁয়াজ উৎপাদন করা যায়নি। এ কারণে দামটা বেশি। তাছাড়া, নির্বাচিত সরকারের জন্য একটি ভারসাম্যপূর্ণ অর্থনীতি রেখে যেতে পারবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর।

আরটিভি/কেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission