নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী রিভা কারাগারে, সিয়াম-নাঈম রিমান্ডে

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি তামান্না জেসমিন রিভাকে কারাগারে এবং ছাত্রলীগ নেতা সিয়াম রহমান ও আনোয়ার হোসেন নাঈমকে দুদিনের রিমান্ড দিয়েছেন আদালত।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় করা মামলায় বুধবার (১৮ ডিসেম্বর) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুমা রহমান আদেশ দেন।
এর আগে, রিমান্ড শেষে রিভাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করা হয়। একই মাললায় সিয়াম ও নাঈমকে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত তাদের আবেদন মঞ্জুর করেন।
বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা করে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতা কর্মীরা। এতে তিন শতাধিক শিক্ষার্থী আহত হন। এ ঘটনায় আবু সায়াদ বিন মাহিন সরকার নামে এক শিক্ষার্থী শাহবাগ থানায় মামলা করেন।
শেখ হাসিনাকে প্রধান আসামি করে মোট ৩৯১ জনকে এজাহারনামীয় আসামি হিসেবে মামলা করা হয়েছে। পরে এ মামলায় গত ১৫ ডিসেম্বর রাজধানী থেকে রিভাকে, ১৭ ডিসেম্বর আদাবর থেকে সিয়ামকে এবং গাজীপুরের শ্রীপুর থেকে নাঈমকে গ্রেপ্তার করা হয়।
আরটিভি/আরএ/এআর
মন্তব্য করুন
ভাঙা হতে পারে ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়ক

হাসপাতালে ওষুধ কোম্পানির প্রতিনিধিরা আর ঢুকতে পারবে না

চিন্ময় দাস গ্রেপ্তার, যা জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব

স্বর্ণের নতুন দাম আজ থেকে কার্যকর

‘চিন্ময় ইস্যুতে ভারতের বিবৃতি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল’

চিন্ময় কৃষ্ণ ও ইসকনের ১৬ সদস্যের ব্যাংক হিসাব জব্দ

বাংলাদেশ নিয়ে ভারতীয় মিডিয়ার প্রচারণা ও ইসকন প্রসঙ্গে যা বলল দিল্লি
