বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলেন চলাকালে ঢাকার আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর অভিযোগে দায়ের করা মামলায় পুলিশ কনস্টেবল মো. মুকুল চৌকিদারকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) তাকে হাজিরের পর প্রসিকিউশনের আবেদনের শুনানি নিয়ে চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন।
ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম ও প্রসিকিউটর গাজী এম এইচ তামিম। এ সময় ট্রাইব্যুনালে অপর প্রসিকিউটররা উপস্থিত ছিলেন।
এর আগে, গত ২৪ ডিসেম্বর এ মামলায় সাবেক এমপি সাইফুল ইসলামসহ পাঁচ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
আরটিভি/আইএম-টি