তারে ফানুস আটকালেও স্বাভাবিক মেট্রোরেল চলাচল

আরটিভি নিউজ

বুধবার, ০১ জানুয়ারি ২০২৫ , ১২:১৭ পিএম


তারে ফানুস আটকালেও স্বাভাবিক মেট্রোরেল চলাচল
ছবি: সংগৃহীত

ক্ষয়ক্ষতি এড়াতে মেট্রোরেলের লাইন ও এর আশপাশের এলাকায় ফানুস না ওড়ানোর অনুরোধ করা হয়েছিল। বলা হয়েছিল ফানুস ওড়ানোর ফলে দুর্ঘটনার জন্ম দিলে দায়ী ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। তবুও আটকানো যায়নি মেট্রোরেলে ফানুস আক্রমণ। এবারও তারের ওপর একাধিক ফানুস এসে পড়ে। তবে মেট্রোরেল কর্মীরা সতর্ক থাকায় স্বাভাবিকভাবে চলছে মেট্রোরেল।

বিজ্ঞাপন

বুধবার (১ জানুয়ারি) সকালে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) একাধিক দায়িত্বশীল কর্মকর্তা বৈদ্যুতিক তারে ফানুস আটকে যাওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তারা বলেন, গত বছরের মতো এবারও উত্তরা থেকে মতিঝিল পুরো লাইনে আটকে থাকা পাঁচটি ফানুস উদ্ধার ও অপসারণ করা হয়েছে। ফুট পেট্রলিং পরিচালনা করে ওসিএস এবং পিওয়ে সেকশনের সমন্বয়ে বিভিন্ন স্থানে ট্রাক, ভায়াডাক্ট ও ওসিএস থেকে এসব ফানুস অপসারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

দায়িত্বশীল কর্মকর্তারা আরও বলেন, মেট্রোরেলের বাণিজ্যিক চলাচলের জন্য ট্রাক ও ওসিএস সম্পূর্ণভাবে ফিট রয়েছে।

বিষয়টি নিয়ে একাধিক যাত্রীর সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। তারা বলেন, প্রথম শিডিউল থেকেই মেট্রোরেল ঠিকভাবে চলাচল করছে। কোনো ধরনের প্রতিবন্ধকতা তৈরি হয়নি।

প্রসঙ্গত, গত বছর খ্রিষ্টীয় নববর্ষ উদযাপন উপলক্ষে ঢাকার বিভিন্ন স্থানে ওড়ানো ফানুস গিয়ে মেট্রোরেলের তারের ওপর পড়ে। এতে বিপত্তিতে পড়ে মেট্রোরেল কর্তৃপক্ষ। তারা সেসময় ৩৮টি ফানুস অপসারণ করে মেট্রোরেলের তার থেকে।

বিজ্ঞাপন

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission