• ঢাকা রোববার, ০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১
logo

পিএসসিতে আরও ৬ সদস্য নিয়োগ

আরটিভি নিউজ

  ০২ জানুয়ারি ২০২৫, ১৭:১৬
ফাইল ছবি

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি)আরও ছয়জন সদস্য নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে তাদের নিয়োগ দেওয়া হয়। এতে সই করেছেন উপসচিব আবুল হায়াত মো. রফিক।

নতুন নিয়োগপ্রাপ্তরা হলেন-অধ্যাপক ড. শাহনাজ সরকার, মো. মুনির হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ এফ জগলুল আহমেদ, ড. মো. মিজানুর রহমান, সাব্বির আহমেদ চৌধুরী ও অধ্যাপক ডা. সৈয়দা শাহিনা সোবহান।

এর আগে, দুই ধাপে ৮ জন সদস্য নিয়োগ দিয়েছিল সরকার। নতুন ৬ জন নিয়োগ পাওয়ায় পিএসসির সদস্য সংখ্যা হলো ১৪ জন।

ছয়টি পৃথক প্রজ্ঞাপনে ছয়জনকে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সংবিধানের ১৩৮ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি ছয়জনকে জনস্বার্থে পিএসসির সদস্য পদে নিয়োগ দিয়েছেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সংবিধানের ১৩৯ (১) অনুচ্ছেদ অনুসারে নিয়োগপ্রাপ্তরা দায়িত্বভার গ্রহণের তারিখ থেকে পাঁচ বছর বা তার বয়স ৬৫ বছর পূর্ণ হওয়ার মধ্যে যা আগে ঘটে, সে সময় পর্যন্ত পিএসসির সদস্য পদে বহাল থাকবেন।

আরটিভি/এমএ/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সরকারি কর্ম কমিশনে আরও ৬ সদস্য নিয়োগ
নওগাঁয় আন্তজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার 
অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যরা শহীদ মিনারে জড়ো হচ্ছেন
পরিকল্পনা কমিশনের সদস্য ড. কাউসারের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল