খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, ছাত্রলীগ নেতা হাসান গ্রেপ্তার

আরটিভি নিউজ

শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫ , ১০:৪৯ পিএম


খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, ছাত্রলীগ নেতা হাসান গ্রেপ্তার
ফাইল ছবি

২০১৫ সালে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় মো. আবুল হাসান (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতা।

বিজ্ঞাপন

শুক্রবার (৩ জানুয়ারি) রাজধানীর মনিপুরি পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আবুল হাসান তেজগাঁও থানা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি।

বিজ্ঞাপন

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবকিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, ২০১৫ সালে ২০ এপ্রিল ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে কারওয়ান বাজারে নির্বাচনী প্রচারণা চলছিল। সেই নির্বাচনী প্রচারণায় বিএনপির মনোনীত প্রার্থী তাবিথ আওয়ালের পক্ষে অংশগ্রহণ করেন খালেদা জিয়া। সেই প্রচারণার গাড়িবহরে হামলা চালানো হয়।

এ ঘটনায় গত ২২ আগস্ট তেজগাঁও থানায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি আবুল হাসান।

বিজ্ঞাপন

গ্রেপ্তার আবুল হাসানের বিরুদ্ধে তেজগাঁও থানায় একটি নিয়মিত মামলা রুজু আছে বলেও জানান তালেবুর রহমান।

আরটিভি/আরএ/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission