জুলাই আন্দোলনে আহতদের জবানবন্দি নিতে হাসপাতালে তদন্ত সংস্থা

আরটিভি নিউজ

বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫ , ০৫:৪৭ পিএম


জুলাই আন্দোলনে আহতদের জবানবন্দি নিতে হাসপাতালে তদন্ত সংস্থা

জুলাই আন্দোলনে আহতদের দেখতে ও তাদের জবানবন্দি নিতে বুধবার (৮ জানুয়ারি) রাজধানীর কল্যাণপুরে ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর এবং তদন্ত সংস্থা।

বিজ্ঞাপন

এ সময় আহতদের জবানবন্দি গ্রহণের সময় গুরুত্বপূর্ণ আলামত জব্দ করা হয়। একইসঙ্গে হাসপাতালে চিকিৎসারতদের খোঁজখবর নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিপ প্রসিকিউটরই অ্যাডভোকেট তাজুল ইসলাম। সঙ্গে ছিলেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার এস এম মইনুল করিম ও তারেক আবদুল্লাহ।
 
ইবনে সিনা হাসপাতালের পক্ষে উপস্থিত ছিলেন- ডিরেক্টর এডমিন প্রফেসর ডা. নজরুল ইসলাম, ডিরেক্টর মেডিকেল সার্ভিসেস ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. পারভেজ কবীর, এজিএম অ্যান্ড অ্যাডমিন ইনচার্জ মুহাম্মদ জাকির হোসেন, অর্থোপেডিক সার্জন ডা. আব্দুল্লাহ আল মাহমুদ, জেনারেল সার্জন ডা. হাসান আল বান্না, নিউরো সার্জন  ডা. মুসান্না আশফাক, এসএমও ডা, মঈনুল ইসলাম, এজিএম মোহাম্মদ সাইফুল্লাহ প্রমুখ।

আরটিভি/এআর/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission