বাড়ল জনপ্রশাসন সংস্কার কমিশনের মেয়াদ

আরটিভি নিউজ

রোববার, ১২ জানুয়ারি ২০২৫ , ০৫:২১ পিএম


জনপ্রশাসন মন্ত্রণালয়
ছবি: সংগৃহীত

আরও ১৬ দিন বাড়ানো হয়েছে জনপ্রশাসন সংস্থার কমিশনের মেয়াদ। আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে কমিশনের মেয়াদ। 

বিজ্ঞাপন

রোববার (১২ জানুয়ারি) কমিশনের এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে। চিঠিটি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের কাছে পাঠিয়েছেন কমিশনের প্রধান আবদুল মুয়ীদ চৌধুরী। মন্ত্রিপরিষদ সচিবকে চিঠির অনুলিপি দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়, আপনি অবগত আছেন যে, জুলাই বিপ্লবের পর একটি জনমুখী, স্বচ্ছ, জবাবদিহিমূলক, দক্ষ এবং নিরপেক্ষ জনপ্রশাসন প্রতিষ্ঠার জন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে গত ৯ অক্টোবর জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করা হয়। কমিশন গঠনের প্রজ্ঞাপনে কমিশনকে তিন মাসের মধ্যে প্রতিবেদন দাখিলের কথা বলা হয়েছে।

বিজ্ঞাপন

জনসম্পৃক্ততা বৃদ্ধিসহ জনগণের আকাঙ্ক্ষা  অনুধাবনের লক্ষ্যে কমিশন ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহী বিভাগ, ছয়টি জেলা এবং চারটি উপজেলা সফর করে অংশীজনদের মতামত ও পরামর্শ সংগ্রহ করেছে। কমিশন এ পর্যন্ত ২০টির বেশি সভা করেছে এবং চূড়ান্ত প্রতিবেদন প্রণয়নের আগে খসড়া সুপারিশগুলো অধিক পর্যালোচনা ও পরীক্ষা-নিরীক্ষা করার জন্যে কমিশনের আবেদনের প্রেক্ষিতে প্রধান উপদেষ্টার অনুমোদন সাপেক্ষে কমিশনের মেয়াদ ১৫ জানুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হয়।

লক্ষাধিক ব্যক্তির কাছ থেকে জনপ্রশাসন সংস্কার সংশ্লিষ্ট প্রাপ্ত অনলাইন মতামত এবং নাগরিক পরিষেবা সম্পর্কে নাগরিকদের কাছ থেকে প্রাপ্ত সুনির্দিষ্ট অভিমত এখনও প্রক্রিয়াধীন।

তাছাড়া কমিশনের সদস্যরা ৬ থেকে ৭ জানুয়ারি কুমিল্লা ও চাঁদপুর জেলা এবং মতলব উপজেলার অংশীজন এবং মাঠ পর্যায়ে কর্মরত বিভিন্ন বিভাগের সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেছেন যা পর্যালোচনা করে কমিশনের দেওয়া সুপারিশে অন্তর্ভুক্ত করার কাজও চলমান রয়েছে।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, জনপ্রশাসন সংস্কার কমিশনের মেয়াদ ইতোমধ্যে এক দফা বাড়ানো হয়েছে। কমিশনের মেয়াদ আগামী ১৫ জানুয়ারি শেষ হওয়ার কথা ছিল।

আরটিভি/এফএ
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission