বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে আগ্রহী আলজেরিয়া

আরটিভি নিউজ 

বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫ , ১২:১৮ পিএম


বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে আগ্রহী আলজেরিয়া
ছবি: সংগৃহীত

বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে আফ্রিকার দেশ আলজেরিয়া।

বিজ্ঞাপন

বুধবার (৫ ফেব্রুয়ারি) দেশটির রাজধানী আলজিয়ার্সে আলজে‌রিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এসিআই) প্রেসি‌ডে‌ন্টের স‌ঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রস‌চিব মো. জসীম উদ্দিন। বৈঠকে বাংলাদেশ-আলজেরিয়া দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে ফলপ্রসূ আলোচনা হয় দুজনের মধ্যে।   

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে দুই দে‌শের দ্বিপক্ষীয় বাণিজ্যের সম্ভাব্য ক্ষেত্রগু‌লো বি‌শেষ ক‌রে, তৈ‌রি পোশাক, ফার্মাসিউটিক্যালস, এলএনজি, ধাতুর ম‌তো সোর্সিং শিল্পের কাঁচামাল এবং বৈদ্যুতিক এবং হালকা ইঞ্জিনিয়ারিং পণ্যগুলোর কথা তু‌লে ধ‌রেন পররাষ্ট্রস‌চিব। এসময় তিনি এসিআইকে শিপ বিল্ডিং, আইসিটি এবং কৃষির ক্ষেত্রে যৌথ উদ্যোগের সম্ভাবনা অন্বেষণ করার পরামর্শ দেন।

বিজ্ঞাপন

এসিআই-এর প্রেসিডেন্টও এ সময় বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার ক্ষেত্রে আলজেরিয়ার আগ্রহ এবং প্রস্তুতির কথা প্রকাশ করেন। রপ্তানিভিত্তিক শিল্পগুলো‌তে বাংলাদেশের কৃতিত্ব স্বীকার করে জ্বালানি ও কৃষি প্রক্রিয়াজাতকরণে বাণিজ্য বৃদ্ধির সম্ভাবনার কথা ব‌লেন তিনি।

এরপর আলোচনাধীন বিষয়ে চল‌তি বছরে ভার্চুয়া‌লি সভা, একে অপরের আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশগ্রহণের সুবিধার্থে যৌথ ব্যবসায় ফোরাম গঠন, ব্যবসায় প্রতিনিধিদের বিনিময়ের কথা ব‌লেন পররাষ্ট্রসচিব। বৈঠকে উভয়পক্ষই এফবিসিসিআই এবং এসিআইয়ের মধ্যে বি‌বেচনাধীন একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে সম্মত হ‌য়ে‌ছে।

পররাষ্ট্রস‌চি‌বের প্রস্তাবে স্বাগত জা‌নি‌য়ে ২০২৫ সালের সেপ্টেম্বরে আলজেরিয়ার আসন্ন আন্তর্জাতিক বাণিজ্য মেলা ও আন্তঃআফ্রিকা বাণিজ্য মেলায় বাংলাদেশি সংস্থাগুলোর অংশগ্রহণকে উৎসাহিত ক‌রেছেন এসিআই-এর প্রেসিডেন্ট।

বিজ্ঞাপন

আরটিভি/এসএইচএম

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission