সুপ্রিম কোর্টেও ম্যুরাল ভাঙার শঙ্কা, কয়েক স্তরের নিরাপত্তা

আরটিভি নিউজ  

শনিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৫ , ০২:২৩ পিএম


সুপ্রিম কোর্টেও ম্যুরাল ভাঙ্গার শঙ্কা, কয়েক স্তরের নিরাপত্তা
ছবি: সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর ও স্থাপনায় হামলা ও ভাঙচুর চলছে দুদিন ধরে। ভাঙা হচ্ছে শেখ মুজিবের ভাস্কর্য ও ম্যুরালও। এ অবস্থায় ম্যুরাল ভাঙার জন্য সুপ্রিম কোর্ট এলাকায়ও হামলা হতে পারে এমন তথ্য পেয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। 

বিজ্ঞাপন

এজন্য দেশের সর্বোচ্চ আদালতের নিরাপত্তায় অবলম্বন করা হয়েছে বাড়তি সতর্কতা। শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল থেকেই গোয়েন্দা নজরদারি বাড়িয়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও র‍্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের।

বিষয়টি নিশ্চিত করে সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, সুপ্রিম কোর্টের ভেতর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য আছে। এ কারণে সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে সুপ্রিম কোর্টের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বিজ্ঞাপন

সরেজমিনে দেখা যায়, আদালতের প্রত্যেকটি প্রবেশ মুখে মোতায়েন করা হয়েছে পুলিশ ও সেনাবাহিনীর এপিসিসহ অন্যান্য সরঞ্জাম। খুব জরুরি প্রয়োজন ছাড়া প্রবেশ করতে দেওয়া হচ্ছে না কাউকে। চলমান রয়েছে তল্লাশি কার্যক্রমও।

গত ৫ আগস্টের পর থেকেই দেশের বিভিন্ন জায়গায় অবস্থিত শেখ মুজিবের ম্যুরাল ভাঙা হয়েছে। এ ছাড়া ম্যুরালসহ বিভিন্ন দেয়ালে কালি দিয়ে লেখা হয়েছে স্বৈরাচার সরকারের পতনের নানা স্লোগান। তবে, গত বুধবার (৫ ফেব্রুয়ারি) ভারতে বসে অনলাইনে বক্তব্য রাখেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে সরাসরি প্রচার করা হয় সেই বক্তব্য। শেখ হাসিনার বক্তব্য প্রচারকে ঘিরে ঢাকায় ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙার ডাক দেয় একটি পক্ষ। এরপরই ওই বাড়ির পাশাপাশি দেশের বিভিন্ন জেলায় আওয়ামী লীগ নেতাদের বাড়ি, দলীয় কার্যালয়, শেখ মুজিবুর রহমানের স্মৃতিফলক- ম্যুরাল ও নামফলক ভেঙে ফেলার পাশাপাশি গ্রাফিতি মুছে ফেলার ঘটনা ঘটছে।

বিজ্ঞাপন

আরটিভি/এসএইচএম/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission