ঢাকা

নিজের কবর নিজেই খুঁড়লেন ৯০ বছরের বৃদ্ধ

বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০১৬ , ০৯:৪০ পিএম


loading/img

নিজের ব্যবসা ছিল কবর খোঁড়া। ৬০ বছর ধরে খুঁড়ছেন অন্যের কবর। এবার নিজের কবর খুঁড়ে আলোড়ন সৃষ্টি করেছেন ৯০ বছর বয়সী কানাডিয়ান জিমি কিকহ্যাম।

বিজ্ঞাপন

তার বয়সীরা যখন অনেক আগেই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন তখন সুস্থভাবে হেঁটে জীবনকে উপভোগ করছেন এ বৃদ্ধ। বৃহস্পতিবারই ৯০ বছর বয়স হলো তার।

কিন্তু হঠাৎ করেই পাল্টে যেতে লাগলেন কিকহ্যাম। সিদ্ধান্ত নিলেন এতো কবর খুঁড়েছেন, এখন নিজের কবরটাও তিনি নিজেই খুঁড়বেন। পরিবারের সদস্যদেরও জানালেন নিজের ইচ্ছাটা। তাতে আপত্তি জানায় পরিবারের সদস্যরা। শেষমেশ অবশ্য সবাইকে রাজি করাতে পেরেছেন।

বিজ্ঞাপন

এরপর কিকহ্যাম যান ধর্মগুরুর কাছে। তারপর যান যারা মরদেহ সৎকার করেন তাদের কাছে। কবরের মাপজোক নিয়ে নিজেই শুরু করেন খোঁড়ার কাজ। নিজের মনের মতো করেই তিনি কবরটাকে খুঁড়েছেন। তবে এখনো সেটা খালিই পড়ে আছে।

এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |