ইন্দোনেশিয়ার উপকূল এলাকায় ফেরিতে আগুন লেগে ২৩ জন নিহত হয়েছেন। নিখোঁজ আরো ১৭ জন। তাদের উদ্ধারে কাজ করছেন ডুবুরিরা। রোববার সকালে শহরের মুয়ারা আংকে সমুদ্রবন্দরে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় আটক করা হয়েছে ফেরির চালককে। তিনিই প্রথম ফেরি থেকে লাফিয়ে পড়েছিলেন। পুলিশের পরিচালক হেনদ্রিয়ানতো বাচতিয়ার বলেন, আমরা ফেরির চালককে আটক করেছি। কারণ চালকের দায়িত্ব হলো বিপদ থেকে যাত্রীদের রক্ষা করা। কিন্তু সে তা করেনি। এ ব্যাপারে তার বক্তব্য নেয়া হচ্ছে। এছাড়া ফেরির তিনজন কর্মচারীসহ আরো পাঁচজনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।
ফেরিটি উত্তর জাকার্তার পুলাউ টাইডুং দ্বীপে যাচ্ছিলো। হঠাৎ ফেরিটিতে আগুন লেগে যায়। এসময় ফেরিতে ২শ’র বেশি যাত্রী ছিলো। ১৯৪ জন যাত্রীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ ১৭ জনের খোঁজ চলছে। ফেরির যাত্রীরা নতুন বছর উদযাপন উপলক্ষে দ্বীপটিতে যাচ্ছিলেন।
এফএস/এসএস