ঐতিহাসিক রায় দিলেন ভারতের সুপ্রিম কোর্ট। লোধা কমিটির সুপারিশ না মানায় বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া-বিসিসিআই’র সভাপতি পদ থেকে অনুরাগ ঠাকুরকে সরানোর আদেশ দিলেন। পাশাপাশি বোর্ড সচিব অজয় শিরকেকেও সরানোর নির্দেশ দেয়া হয়েছে।
সোমবার ভারতের সর্বোচ্চ আদালত এ রায় দেন।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, গেলো মাসে হওয়া শুনানিতে অনুরাগ ঠাকুরের বিরুদ্ধে আদালতে মিথ্যা বলার অভিযোগ ওঠে। তখন বলা হয়, ক্ষমা না চাইলে বোর্ড সভাপতির কারাদণ্ড হওয়া উচিত।
তবে অভিযোগ অস্বীকার করে ঠাকুর বলেন, সুযোগ পেলে আদালতকে এর ব্যাখ্যা দেয়া হবে।
এর আগে লোধা কমিটির সুপারিশ অনুযায়ী, সাবেক কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব জিকে পিল্লাইকে পর্যবেক্ষক হিসেবে রাখার সুপারিশ করা হয়। দু’পক্ষের কাছে পছন্দের কয়েকজনের নামও চান বিচারপতিরা। ২২ ডিসেম্বরের মধ্যে সেই তালিকা পেশ করতে বলা হলেও বোর্ডের পক্ষ থেকে তা করা হয়নি।
এমসি/ডিএইচ