শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করবো

আরটিভি অনলাইন রিপোর্ট

শনিবার, ১৪ জানুয়ারি ২০১৭ , ০৫:০০ পিএম


শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করবো

সময় সুযোগ মতো ফের রাজপথের আন্দোলনে নামবে বিএনপি। গণতন্ত্র ফিরিয়ে আনতে জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই সংগ্রাম চালিয়ে যাবো। বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিজ্ঞাপন

শনিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, আন্দোলন করতে হলে অবশ্যই রাজপথে আসতে হবে। আমরা প্রতিবার রাজপথে এসেছি। সরকার পতনের চূড়ান্ত আন্দোলনে নেমে খালি হাতে ফিরেছে বিএনপি। গেলো দু’ বছরে কোনো কর্মসূচি ছিলো না। আবারো সময় ও সুবিধা মতো রাজপথে নামবো।

বিজ্ঞাপন

তিনি বলেন, রাজনীতি একটি বিজ্ঞান আর কৌশলের ব্যাপার। এক জায়গায় বেঁধে রাখার জিনিস নয়। এতে  বিভিন্ন রকম কৌশল এবং উত্থান-পতন আছে। এখানে কখনো খারাপ আবার কখনো ভালো সময় যাবে। কিন্তু খুব পরিষ্কার করে বলছি উই আর কমিটেড টু ফাইট টু দ্যা লাস্ট।

তিনি আরো বলেন, যারা বলেন এখনই আন্দোলন না তাদের পরামর্শ আমরা গ্রহণ করছি। তবে বুঝতে হবে আমরা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলন করছি। দলের প্রায় ১ হাজার নেতা-কর্মী নিহত হয়েছে। গুমের শিকার হয়েছে অনেক। বিএনপি মানেই আসামি।

বিজ্ঞাপন

এইচটি/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission