মাদারীপুরের কাওড়াকান্দি ফেরিঘাট কাঁঠালবাড়িতে স্থানান্তর করা হয়েছে। নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান রোববার শিবচর উপজেলার এ ফেরিঘাট উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে নৌ-পরিবহনমন্ত্রী বলেন, এ ফেরিঘাট কাঁঠালবাড়িতে স্থানান্তরের ফলে অনেক যানবাহন পার্কিং করতে পারবে, ফলে ঘাটে কোনো যানজট থাকবে না।
শাজাহান খান বলেন, শুধু কাঁঠালবাড়ি ফেরিঘাটের উন্নয়ন নয়, সড়কেও উন্নয়ন করা হয়েছে। যানবাহনগুলো একটি সড়ক দিয়ে ফেরিতে উঠবে, আরেকটি সড়ক দিয়ে ফেরি থেকে নামবে। এর ফলে দুর্ঘটনা ও যানজট হবার কোন সম্ভাবনা নেই।
তিনি বলেন, প্রধানমন্ত্রী যে উন্নয়নের গতি সৃষ্টি করছেন তার মাইলফলক হলো এই কাঁঠালবাড়ি ফেরিঘাট। নৌপথের দূরত্ব ৫ কিলোমিটার কমে ৮ কিলোমিটার দাঁড়ালেও ফেরি ভাড়া কমছে না।
এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য নুর-ই-আলম লিটন চৌধুরী, মাদারীপুরের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রোকসানা ইয়াছমিন ছুটি, পদ্মা সেতুর প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন।
এসএস