সাকিবের অন্যরকম রেকর্ড

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

সোমবার, ১৬ জানুয়ারি ২০১৭ , ০৯:১৫ পিএম


সাকিবের অন্যরকম রেকর্ড

ওয়েলিংটন টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে ২১৭ রানের পর দ্বিতীয় ইনিংসে শূন্য রানে ফেরেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। এ দিয়ে টেস্ট ক্রিকেটে অন্যরকম নজির স্থাপন করা ক্রিকেটারদের পাশে বসলেন তিনি। বিশ্বের মাত্র সপ্তম ক্রিকেটের হিসেবে এক টেস্টে ডাবল-সেঞ্চুরির সঙ্গে শূন্য রান করে রেকর্ড বইয়ে নাম লেখালেন বিশ্বসেরা অলরাউন্ডার।

বিজ্ঞাপন

এ তালিকায় চতুর্থ স্থানে আছেন সাকিব। শূন্য রানের পাশাপাশি অন্য ৬ খেলোয়াড়ের মধ্যে ব্যক্তিগত সর্বোচ্চ ২১৭ রান শুধু তার-ই। তবে সবচে’ মজার ঘটনা হচ্ছে, তালিকায় দক্ষিণ আফ্রিকার ডুডলি নার্সের রের্কডটি। ১৯৩৫ সালে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে শূন্য এবং দ্বিতীয় ইনিংসে ২৩৫ রান করে তালিকার তৃতীয় স্থানটি তার দখলে।

এক টেস্টে ডাবল-সেঞ্চুরির সঙ্গে শূন্য রান করা খেলোয়াড়রা :

বিজ্ঞাপন

খেলোয়াড়-প্রথম ইনিংস-দ্বিতীয় ইনিংস-বিপক্ষ- ভেন্যু- সাল

শোয়েব মালিক (পাকিস্তান)- ২৪৫-০-ইংল্যান্ড- আবুধাবি-২০১৫

রিকি পন্টিং (অস্ট্রেলিয়া)-২৪২-০- ভারত- অ্যাডিলেড-২০০৩

বিজ্ঞাপন

ডুডলি নার্স (দক্ষিণ আফ্রিকা)-০-২৩১-অস্ট্রেলিয়া-জোহানেসবার্গ-১৯৩৫

সাকিব আল হাসান (বাংলাদেশ)-২১৭-০-নিউজিল্যান্ড-ওয়েলিংটন-২০১৭

ইমতিয়াজ আহমেদ (পাকিস্তান)-২০৯-০ নিউজিল্যান্ড-লাহোর-১৯৫৫

স্যার ভিভ রিচাডর্স (ওয়েস্ট ইন্ডিজ)-২০৮-০-অস্ট্রেলিয়া-মেলবোর্ন-১৯৮৪

সেমোর নার্স (ওয়েস্ট ইন্ডিজ)-২০১-০-অস্ট্রেলিয়া-ব্রিজটাউন-১৯৬৫

ওয়াই/ডিএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission