নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন মামলার যে রায় হয়েছে তার মাধ্যমে আইনের শাসন ও অসহায় মানুষের আশার প্রতিফলন ঘটেছে। উচ্চ আদালতেও এ রায় বহাল থাকবে আশা করছি। বললেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
রোববার সকালে জাতীয় প্রেসক্লাবে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
দুদু বলেন, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য মানুষের ভেতরে যে আতঙ্ক, তা দূর করবে এ রায়।
তিনি বলেন, নিরপেক্ষ নির্বাচন কমিশনের মাধ্যমে সুষ্ঠু নির্বাচনের দাবিতে, রাষ্ট্রপতির কাছে যে প্রস্তাব দেয়া হয়েছে তা পূরণে ব্যর্থ হলে, বিএনপি রাজপথে ফিরে যাবে।
জেএইচ