মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই আফ্রিকান ন্যাশন্স কাপে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোকে ১-০ গোলে হারিয়ে শুভ সূচনা করলো কঙ্গো।
গ্যাবোনের স্ট্যাড ডি’আওইমে আক্রমণ-প্রতিআক্রমণে খেলা এগোলেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দল। ৫৫ মিনিটে কঙ্গোকে স্বপ্নের লিড এনে দেন জুনিয়র কাবানাঙ্গা। ৮১ মিনিটে কঙ্গোর ডিফেন্ডার মুতাম্বালা লাল কার্ড দেখে মাঠ ছাড়লেও, স্ট্রাইকারদের ব্যর্থতায় ফায়দা তুলতে পারেনি মরক্কো।
এদিকে একই স্টেডিয়ামে, টোগোর সঙ্গে গোলশূন্য ড্র’তে মিশন শুরু করলো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আইভরিকোস্ট। নব্বই মিনিটের প্রাণান্ত প্রচেষ্টাতেও, গোলের মুখ দেখেনি কোনো দল। এদিকে আজ (মঙ্গলবার) রাত দশটায় উগান্ডার মুখোমুখি হবে ঘানা।
জেএইচ