স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছেন, থার্টি ফার্স্ট নাইটে কেউ যেন বাড়াবাড়ি করতে না পারে সেজন্য সরকারের পক্ষ থেকে আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে আগে থেকেই ব্যবস্থা নেয়া হয়েছে।
আজ সোমবার (৩০ ডিসেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) বার্ষিক সাধারণ সভায় তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা ও গোয়েন্দা সদস্যরা ইতোমধ্যে তথ্য সংগ্রহ করেছে। এ উদযাপনকে কেন্দ্র করে কোনও ধরনের হুমকি নেই। তবে এ রাতে রাস্তা বন্ধ করে বা অন্যকে কষ্ট দিয়ে যাতে কোনও অনুষ্ঠান না হয় সে বিষয়ে ব্যবস্থা নেয়া হয়েছে।
তিনি আরও জানান, থার্টি ফার্স্ট নাইটে রাজধানীতে চলাচলের নির্দেশনা জারি করেছে ডিএমপি।
এসএস