নিরাপত্তাসহ ৬ দফা দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে টানা পঞ্চম দিনের মতো কর্মবিরতি পালন করছেন শিক্ষকদের একাংশ। এতে সব বিভাগে ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে।
দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন শিক্ষক সমিতি নেতারা। শিক্ষকদের এ কর্মসূচির প্রতিবাদে বৃহস্পতিবারও ক্যাম্পাসে মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
এদিকে, শিক্ষার্থীদের কথা বিবেচনা করে আন্দোলনরত শিক্ষকদের ক্লাস-পরীক্ষায় ফিরে আসার আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয় উপাচার্য।
গেলো ১৭ জানুয়ারি দু’শিক্ষকের বাসায় ডাকাতি ও হামলা হয়। এর জেরে আন্দোলনে নামেন শিক্ষকদের একাংশ।
এসজে/এসজেড