ঢাকাশুক্রবার, ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

ভোটকক্ষে কে কখন কোথায় উঁকি দিলো, সেটি বড় কথা নয়: তথ্যমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

রোববার, ০২ ফেব্রুয়ারি ২০২০ , ০৩:২৬ পিএম


loading/img
তথ্যমন্ত্রী হাছান মাহমুদ (ফাইল ছবি)

ভোটের গোপনকক্ষে কে কখন কোথায় উঁকি দিলো, সেটি বড় বিষয় নয়, বড় বিষয় একটি শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বললেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। রোববার (০২ ফেব্রুয়ারি) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সিটি নির্বাচন পরবর্তী এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন

তথ্যমন্ত্রী বলেন, আমি দেখেছি কয়েকটি সংবাদপত্রে লিখেছে যেখানে গোপনকক্ষ সেখানে উঁকি দেওয়া হয়েছে। এতো বড় একটি নির্বাচন প্রায় আড়াই হাজার ভোটকেন্দ্র, ১৩ হাজারের বেশি বুথ, সেখানে কয়েকটি গোপনকক্ষে কেউ উঁকি দিয়েছে, এটি কি বড় বিষয়? 

তিনি বলেন, এতোবড় একটি নির্বাচনে কোনোস্থানে কোনো গণ্ডগোল, মারপিটের ঘটনা ঘটেনি, অত্যন্ত শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে, কোনো কেন্দ্র দখলের ঘটনা ঘটেনি, সেটি মূল বিষয়। আমি অতীতের দিকে যদি তাকাই তাহলে উঁকি দেওয়াটা বড় বিষয় না। কিন্তু কেউ কেউ এই উঁকি দেওয়াটাকে বড় বিষয় হিসেবে দেখানোর চেষ্টা চালাচ্ছে; যা অনভিপ্রেত ও দুঃখজনক। 

বিজ্ঞাপন

তিনি বলেন, বিএনপি শুরু থেকেই বলেছে তারা নির্বাচনকে আন্দোলনের অংশ হিসেবে নিয়েছে। কিন্তু বিএনপির আন্দোলনেতো ভোটাররা অংশগ্রহণ করতে চায়নি, সেটি একটি বড় কারণ। আরেকটি হচ্ছে বিএনপি প্রথম থেকেই যেসব বক্তৃতা বা বিবৃতি দিয়েছে, সর্বশেষ মির্জা ফখরুল যে কথাটি বলেছেন, আমাদের সাফল্য হচ্ছে আমরা মাঠে নামতে পেরেছি। এতে ভোটাররা উৎসাহ হারিয়ে ফেলেছে। 

হাছান মাহমুদ বলেন, তাদের ভোটারদের কেন্দ্রে কেন্দ্রে উপস্থিত করতে যে চেষ্টা, সেটি মোটেও ছিল না তাদের পক্ষ থেকে। যেটা আমাদের পক্ষ থেকে ছিল। বিএনপির এজেন্টরা কেউ কেউ কক্সবাজারে বেড়াতে গেছে। তারা সকালে ভোটকেন্দ্রে আসেনি, দুপুরে এসেছে, আবার খেতে চলে গেছে, আর আসেনি এ ধরনের ঘটনা ঘটেছে। 

তথ্যমন্ত্রী বলেন, আমাদের দেশে নিয়ম বা ঐতিহ্য হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের ডেকে আনা। এমনি রিকশা করেও ভোটারদের নিয়ে আসা হয়। ভোটের ক্ষেত্রে এটি আমাদের দেশে চিরাচরিত নিয়ম ও ঐতিহ্য। নিয়মের মধ্যে এগুলো করা হয়েছে। যারা করতে পারেনি এটা তাদের ব্যর্থতা।  

বিজ্ঞাপন

তিনি বলেন, আওয়ামী লীগ করেছে এটাই আমাদের সাংগঠনিক সফলতা। সুতরাং এই নিয়ে প্রশ্ন রাখার সুযোগ নেই। আমি মনে করি সব বিচারে শনিবার যে নির্বাচন হয়েছে ঢাকা শহরের ও স্থানীয় সরকার নির্বাচনের ইতিহাসে অত্যন্ত ভালো একটি নির্বাচন হয়েছে। 

এসজে/পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |