হজের খরচ বাড়লো

আরটিভি অনলাইন রিপোর্ট

সোমবার, ৩০ জানুয়ারি ২০১৭ , ০২:৫২ পিএম


হজের খরচ বাড়লো

এ বছরও সরকারি ব্যবস্থাপনায় দুটি প্যাকেজের মাধ্যমে হজ পালনের বিধান রেখে ‘হজ প্যাকেজ- ২০১৭’র খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

বিজ্ঞাপন

গেলো হজের তুলনায় এবার প্যাকেজ-১ এ খরচ বেড়েছে ২১ হাজার ৪৮০ টাকা ও প্যাকেজ-২ এ বেড়েছে ১৪ হাজার ৪৫২ টাকা।

এবার হজ পালনে প্যাকেজ-১ এ ৩ লাখ ৮১ হাজার ৫০৮ এবং প্যাকেজ-২ এ ৩ লাখ ১৯ হাজার ৩৫৫ টাকা খরচ করতে হবে।

বিজ্ঞাপন

সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে হজ প্যাকেজ অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম প্রেস ব্রিফিংয়ে এ অনুমোদনের কথা জানান।

গেলো হজে প্যাকেজ-১ র মাধ্যমে হজ পালনে খরচ হয় ৩ লাখ ৬০ হাজার ২৮ টাকা। অপরদিকে প্যাকেজ-২ র মাধ্যমে খরচ হয় ৩ লাখ ৪ হাজার ৯০৩ টাকা।

এবার বাংলাদেশিদের হজ পালনে সর্বনিম্ন ব্যয় হবে ৩ লাখ ১৯ হাজার ৩৫৫ টাকা।

বিজ্ঞাপন

মন্ত্রিসভা একইসঙ্গে সংশোধিত ‘জাতীয় হজ ও ওমরাহ নীতি ১৪৩৮ (২০১৭)’ অনুমোদন দিয়েছে ।

চলতি বছর সরকারিভাবে হজে গমনেচ্ছুদের প্রাক-নিবন্ধন ১৫ জানুয়ারি থেকে শুরু হয়েছে।

ওয়াই/এসজেড

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission