গেলো ২০ দিন ধরে হকাররা ঠিকমতো ব্যবসা করতে না পেরে পরিবার পরিজন নিয়ে অনাহারে দিনযাপন করছেন। নতুন বছরে ছেলে-মেয়েদের স্কুলে ভর্তি করতে পারছেন না। তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। তাই সিটি করপোরেশনের বুলডোজার প্রতিরোধ করে আমরা ফুটপাতে বসবো। বললেন হকার্স ইউনিয়নের নেতারা।
সোমবার এফবিসিআই’র সামনে অবস্থানকালে তারা এসব কথা বলেন।
অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক আব্দুল হাশেম কবীর। বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা সেকেন্দার হায়াৎ, কেন্দ্রীয় নেতা শফিকুর রহমান বাবুলসহ অনেকে।
বক্তারা বলেন, মানুষের পেটে লাথি মেরে, রুটি-রুজিতে আঘাত করে কোনো মেয়র টিকে থাকতে পারেনি, সাঈদ খোকন আপনিও পারবেন না। তাই অবিলম্বে ফুটপাতে বসতে দিয়ে দীর্ঘ ও স্বল্প মেয়াদী পরিকল্পনার মাধ্যমে হকারদের সঠিক তালিকা তৈরি করে ধীরে ধীরে পুনর্বাসন করুন।
বক্তারা আরো বলেন, হেফাজত ইসলামের হামলার পর এফবিসিসিআই হকারদের পক্ষে অবস্থান নিয়ে প্রধানমন্ত্রীর কাছ থেকে প্রতি হকারকে ৫০ হাজার টাকা দেয়ার সহযোগিতা করেছিলেন। এ দুঃসময়ে হকারদের পাশে থেকে তাদের ফুটপাতে বসার ব্যবস্থা করার জন্য নানামুখী উদ্যোগ নিতে হবে। মঙ্গলবার সকালে পুরানা পল্টনে বিক্ষোভ মিছিল করার কথা বলেন তারা।
এমসি/ডিএইচ