নিরপেক্ষ নির্বাচন কমিশন নিয়ে সন্দেহ আছে

সোমবার, ০৬ ফেব্রুয়ারি ২০১৭ , ১২:১৬ পিএম


নিরপেক্ষ নির্বাচন কমিশন নিয়ে সন্দেহ আছে

নতুন নির্বাচন কমিশন নিরেপক্ষে হবে কিনা তা নিয়ে দেশের মানুষের যথেষ্ট সন্দেহ রয়েছে। বললেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

বিজ্ঞাপন

সোমবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, রাষ্ট্রপতির কাছে সার্চ কমিটির সুপারিশ করা ব্যক্তিদের নাম জাতির কাছে প্রকাশ করতে হবে। না হলে এ নিয়ে জনগণের সন্দেহ আরো বাড়বে। শুধু বিএনপি নয় দেশের বিশিষ্ট নাগরিকরাও চূড়ান্ত দশজনের তালিকা প্রকাশের আহবান জানিয়েছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, এমনিতেই নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন হবে কিনা সে বিষয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। আর তা স্পষ্ট হয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যে। তিনি বলেছেন, সার্চ কমিটি রাষ্ট্রপতির কাছে যাদের নাম সুপারিশ করবে তাদের নাম প্রকাশের প্রয়োজন নেই।

বিএনপির এই নেতা বলেন, শক্তিশালী নির্বাচন কমিশন গঠনে সৎ, দক্ষ ও নিরপেক্ষ নির্বাচন কমিশনরে নাম সুপারিশ করতে হবে। রাষ্ট্রপতির কাছে সুপারিশ করার আগে তাদের নাম জাতির সামনে প্রকাশ করতে হবে। ইসি মেরদণ্ডহীন হলে নিরপেক্ষ নির্বাচন কখনো সম্ভব হবেনা।

বিজ্ঞাপন

এইচটি/জেএইচ

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission