জাহানারা জামানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সোমবার, ০৬ ফেব্রুয়ারি ২০১৭ , ০১:২৩ পিএম


জাহানারা জামানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

জাতীয় ৪ নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের স্ত্রী জাহানারা জামানের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিজ্ঞাপন

সোমবার গণমাধ্যমে পাঠানো শোকবার্তায় তার বিদেহীআত্মার মাগফেরাত ও পরিবারের প্রতি সমবেদনা জানান প্রধানমন্ত্রী।

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ এবং ৭৫ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মম হত্যাকাণ্ডের পরবর্তী সময়ে তার অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন শেখ হাসিনা।

বিজ্ঞাপন

রোববার রাত ১টার দিকে রাজধানীর গুলশানের (রোড়-১২৬, বাসা-১২) বাসভবনে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি ২ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য গণগ্রাহী রেখে গেছেন। জাহানারা জামান দীর্ঘদিন ডায়াবেটিকসসহ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।

তিনি রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের মা।

জাহানারা জামানের স্বামী এএইচএম কামারুজ্জামান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর, মুক্তিযুদ্ধের সংগঠক এবং রাজশাহীর জনপ্রিয় নেতা ছিলেন। তিনি ১৯৭৫ সালের ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে কতিপয় উচ্চাভিলাষী বিপথগামী সেনা কর্মকর্তার হাতে অপর জাতীয় তিন নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ ও ক্যাপ্টেন এম মনসুর আলীর সঙ্গে নিহত হন।

বিজ্ঞাপন

এইচটি/জেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission