ছোট মেয়ের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন লতিফুর রহমান

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২০ , ১২:৩৫ এএম


Transcom, Businessman,
ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান

ছোট মেয়ে শাজনীন তাসনিম রহমানের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন বিশিষ্ট ব্যবসায়ী ও ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান।

বিজ্ঞাপন

বুধবার (১ জুলাই) রাত ১০টায় ঢাকার বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়।

লতিফুর রহমান বুধবার বেলা সাড়ে ১১টায় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নে নিজ বাড়ি ফারাজ মঞ্জিলে মারা যান।

বিজ্ঞাপন

এরপর বিকেল পাঁচটায় বাগানঘেরা বাড়ির পশ্চিম পাশে লতিফুর রহমানের মৃতদেহ গোসলের পর কাফনের কাপড় পরিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়।

রাত সাড়ে ৮টার দিকে ঢাকায় পৌঁছানোর পর লতিফুর রহমানের মরদেহ নেওয়া হয় তার গুলশানের বাসভবনে। সেখান থেকে তার মরদেহ গুলশান আজাদ মসজিদে নিয়ে যাওয়া হয়। সেখানে রাত সাড়ে ৯টার দিকে তার জানাজা হয়। এরপর বনানীর কবরস্থানে দাফন করা হয়।

এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission