কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের পর কোটবাড়ীতে জঙ্গি আস্তানায় অভিযানের সিদ্ধান্ত নেয়া হবে। জানালেন কুমিল্লার পুলিশ সুপার শাহ আবিদ হোসেন।
তিনি বলেন, ভোট সুষ্ঠু রাখার জন্য জঙ্গি আস্তানায় অভিযানের বিষয়টি স্থগিত আছে। ভোট শেষে অভিযানের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাড়িটি ঘিরে রেখেছে।
এদিকে কোটবাড়ীতে জঙ্গি আস্তানা শনাক্তের পরও নির্ভয়ে ভোটাররা লাইন দিয়ে ভোট দিচ্ছেন।
বুধবার দুপুরে কুমিল্লার কোটবাড়ীর গন্ধমতি বড় কবরস্থান এলাকায় একটি বাড়ি ঘিরে ফেলে পুলিশ। ওই ভবনে এক জঙ্গি অস্ত্র ও বিস্ফোরক নিয়ে অবস্থান করছে বলে পুলিশের ধারণা।
এদিকে কোটবাড়ী এলাকার জঙ্গি আস্তানার উদ্দেশে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সোয়াট টিম ও বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা রওনা হন।
এসএস