মুফতি হান্নানের সঙ্গে দেখা করলেন কারাবন্দি ২ ভাই

বুধবার, ১২ এপ্রিল ২০১৭ , ০৪:৪৫ পিএম


মুফতি হান্নানের সঙ্গে দেখা করলেন কারাবন্দি ২ ভাই

হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নানের সঙ্গে দেখা করেছেন তার কারাবন্দি দুই ভাই। জানালেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. মিজানুর রহমান।

বিজ্ঞাপন

বুধবার দুপুর ২টায় তারা মুফতি হান্নানের সঙ্গে দেখা করেন।

এরা হলেন- যাবজ্জীবন সাজাপ্রাপ্ত নারায়ণগঞ্জ জেলা কারাগারে থাকা বন্দি মো. মহিবুল ও গাজীপুরের কাশিমপুর কারাগারের বন্দি মো. আনিস ।

বিজ্ঞাপন

এর আগে বুধবার সকালে জঙ্গি নেতা হান্নানের বড় ভাই আলি উজ্জামান মুন্সি, স্ত্রী জাকিয়া পারভিন রুমা, বড় মেয়ে নিশি খানম ও ছোট মেয়ে নাজরিন খানম তার সঙ্গে দেখা করেন।

সোমবার কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে হান্নানের প্রাণভিক্ষার আবেদন নাকচের চিঠি পৌঁছায়। এরপর ফাঁসি কার্যকরে সব প্রস্তুতি শেষ করে কারা কর্তৃপক্ষ।

২০০৪ সালের ২১ মে সিলেটে সাবেক ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা চালায় দুর্বৃত্তরা। এ ঘটনায় ২ পুলিশসহ ৩ জন নিহত হন। আহত হন আনোয়ার চৌধুরী ও সিলেটের জেলা প্রশাসকসহ কমপক্ষে ৪০ জন।

বিজ্ঞাপন

পরে এ ঘটনায় সিলেট কোতোয়ালি থানায় মামলা করে পুলিশ। বিচার কাজ শেষে ২০০৮ সালের ২৩ ডিসেম্বর সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক সামীম মোহাম্মদ আফজাল মুফতি হান্নানসহ ৩ জঙ্গির ফাঁসির রায় দেন। দু’জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। পরে এর বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন আসামিরা।

গেলো বছরের ৭ ডিসেম্বর মুফতি হান্নানসহ ৩ আসামির আবেদন খারিজ করে হাইকোর্টের রায় বহাল রাখেন সর্বোচ্চ আদালত।

এরপর গেলো ১৭ জানুয়ারি মুফতি হান্নানসহ ৩ জনের ফাঁসির আদেশ বহাল রেখে আপিল বিভাগের পুর্ণাঙ্গ রায় প্রকাশ হয়। প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের ৪ সদস্যের সইয়ের পর সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ৬৫ পৃষ্ঠার এ রায় প্রকাশ করা হয়।

এর বিরুদ্ধে রিভিউ আবেদন করে আসামি পক্ষ। গেলো ১৯ মার্চ আবেদন খারিজ করে রায় বহাল রাখেন আপিল বিভাগ। ২১ মার্চ রিভিউ আবেদন খারিজের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করে সুপ্রিম কোর্টে।

এইচটি/জেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission