শিবগঞ্জের জঙ্গি আস্তানাটি সিলগালা করে দেয়া হয়েছে

আরটিভি অনলাইন রিপোর্ট

শুক্রবার, ২৮ এপ্রিল ২০১৭ , ০৫:০১ পিএম


শিবগঞ্জের জঙ্গি আস্তানাটি সিলগালা করে দেয়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় জঙ্গি আস্তানা থেকে জঙ্গিদের মরদেহ হাসপাতালে নেয়ার পর বাড়িটি সিলগালা করে দেয়া হয়েছে। এলাকায় চলছে সুনসান নিরবতা। আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া এলাকার কোন মানুষকে চলাচল করতে দেখা যাচ্ছে না।

বিজ্ঞাপন

শুক্রবার দুপুর ১২টায় ৪ জঙ্গির মরদেহ উদ্ধার করা হয়। এদের মধ্যে জঙ্গি আবু কালাম ওরফে আবু ছাড়া বাকিদের চেহারা বুঝা যাচ্ছে না।

অতিরিক্ত পুলিশ সুপার ওয়ারেছ আলী মিয়া জানান, নিহত ৪ জনের মধ্যে আবু কালাম ওরফে আবু ছাড়া বাকিদের মরদেহ সনাক্ত করা যায়নি। এজন্য তাদের ডিএনএ নমুনা নেয়া হয়েছে।

বিজ্ঞাপন

জঙ্গি আস্তানা থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও একটি সুইসাইড ভেস্ট উদ্ধার করা হয়েছে। সেখানে এখনো উদ্ধারকাজ চলছে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল ইসলাম জানান, ভেতরে আরও বিস্ফোরক থাকতে পারে। উদ্ধার হওয়া অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য তালিকা তৈরির কাজ চলছে বলে তিনি জানান।

এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission