পুলিশ বিভাগে কর্মরত থাকা অবস্থায় অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সিআইডির সাবেক ডিআইজি নজরুল ইসলামকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার (৮ সেপ্টেম্বর) দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞাপন
জানা গেছে, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সিআইডির সাবেক ডিআইজি নজরুল ইসলামকে ১৯ সেপ্টেম্বর সকাল ১১টায় জিজ্ঞাসাবাদের জন্য দুদকের কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে। দুদকের উপ-পরিচালক আবু বকর সিদ্দিক তাকে তলবি নোটিশ পাঠিয়েছেন।
নজরুল ইসলামের রাজধানীর ধানমন্ডির বাসার ঠিকানায় বুধবার (৮ সেপ্টেম্বর) চিঠিটা পাঠানো হয়েছে বলে দুদক সূত্র নিশ্চিত করেছে।
বিজ্ঞাপন
কেএফ