বয়লার বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৩ (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট, গাজীপুর

বুধবার, ০৫ জুলাই ২০১৭ , ০৯:৫৯ এএম


বয়লার বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৩ (ভিডিও)

গাজীপুরের কাশিমপুরের নয়াপাড়ায় মাল্টিফ্যাবস লিমিটেড নামে পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনায় আরো ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ফলে এ দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ জনে।

বিজ্ঞাপন

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারি পরিচালক মো. আখতারুজ্জামান জানান, মঙ্গলবার রাতে বয়লার বিস্ফোরণস্থল থেকে আরো তিন মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে উদ্ধার হওয়া তিন ব্যক্তিদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।

এর আগে মঙ্গলবার সকালে একটি এবং সোমবার রাতে আটটি মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে সোমবার রাতে আরো একজন মারা যান।

বিজ্ঞাপন

এদিকে এ দুর্ঘটনায় নিহত ১০ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন মাগুরার শালিখা থানার গোবরা গ্রামের কারখানার ফায়ারম্যান আল আমিন হোসেন (৩০), ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানার কুন্ডা গ্রামের কারখানার সহকারি ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান, রাজবাড়ির গোয়ালন্দ থানার চরকাসনন্দ এলাকার বিপ্লব চন্দ্র শীল, বগুড়ার সোনাতলা থানার নামাজখালি গ্রামের কারখানার বয়লার অপারেটর মাহবুবুর রহমান।

এছাড়া চট্টগ্রামের মীরসরাই থানার বনসুন্দর গ্রামের আব্দুস ছালাম, চাঁদপুর সদরের মদনা গ্রামের গিয়াস উদ্দিন ছৈয়াল, চট্টগ্রামের কাটাছাড়া বঙ্গনুর গ্রামের মুনসুরুল হক, মীরসরাই থানার ইচাখালি গ্রামের আরশাদ হোসেন চৌধুরী, নওগাঁ জেলা সদরের চকরামপুর এলাকার আমিরুজ্জামান, বগুড়ার গাবতলী থানার মরিয়া গ্রামের ছেলে সোলাইমান।

সোমবার সন্ধ্যায় চার তলা বিশিষ্ট মাল্টিফ্যাবস লিমিটেড ওই কারখানা ভবনের নিচ তলায় বয়লার বিস্ফোরণ হয়। সেসময় ভবনের নিচতলা ও দ্বিতীয় তলার বেশ কিছু অংশ ধসে পড়ে। এতে ঘটনাস্থলই ৮ জন মারা যান। এছাড়া ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে আরেক জন মারা যান। এ ঘটনায় আরো অর্ধশতাধিক কর্মী আহত হন।

বিজ্ঞাপন

 

এসএস 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission