সোর্স পরিচয়ে ৫০ লাখ টাকা হাতিয়ে নেয়া হাজি আলম গ্রেপ্তার

সোমবার, ১২ ডিসেম্বর ২০১৬ , ০১:০৬ পিএম


সোর্স পরিচয়ে ৫০ লাখ টাকা হাতিয়ে নেয়া হাজি আলম গ্রেপ্তার

পুলিশের সোর্স পরিচয়ে প্রতারণার মাধ্যমে ৫০লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে হাজি আলমকে গ্রেপ্তার করেছে র‌্যাব। জানালেন র‌্যাব-৪ এর সিইও লুৎফুল কবির।

বিজ্ঞাপন

রোববার রাতে অভিযান চালিয়ে শাহআলী থানার দিয়াবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সোমবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

লুৎফুল কবির জানান, গেলো ১৪ জুলাই ইয়াসিন মোহাম্মদ তালুকদার নিখোঁজ হন। পরে তাকে ফিরিয়ে দেয়ার কথা বলে পরিবারের কাছ থেকে ৪ দফায় ৫০লাখ টকা হাতিয়ে নেন হাজি আলম।

তিনি আরো বলেন, হাজি আলম নিখোঁজ ইয়াসিনের মা ডা. সুরাইয়া পারভিনের কাছে নিজেকে পুলিশের সোর্স হিসেবে পরিচয় দেন।  ২ কোটি টাকা দিলে ইয়াসিনকে ফেরত আনতে পারবেন বলে জানান। এভাবে মিথ্যা গল্প সাজিয়ে ৫০লাখ টাকা হাতিয়ে নেন।

পরে সুরাইয়া পারভিন পুলিশ ও র‌্যাবের কাছে লিখিত অভিযোগ করলে বিষয়টি তদন্ত শুরু করে র‌্যাব-৪। রোববার রাতে শাহআলীর দিয়াবাড়িতে অভিযান চালিয়ে হাজি আলমকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

লুৎফুল কবির বলেন, হাজি আলম প্রতারণার মাধ্যমে ৫০ লাখ টাকা আত্মসাতের কথা স্বীকার করেছেন। এর মধ্যে ২৬ লাখ টাকা তিনি নিজে রেখেছেন এবং বাকি ২৪ লাখ টাকা তার দু’সহযোগী মজিবর ও লাবুকে দিয়েছেন।

এইচটি/ জেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission