শাহজালাল বিমানবন্দরে অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ ৬০ হাজার৬০০ শলাকা বিদেশি সিগারেট আটক করা হয়েছে। ৩০৩টি কার্টনে এসব সিগারেট পাওয়া যায়। মঙ্গলবার শুল্ক গোয়েন্দারা এসব আটক করেন।
শুল্ক গোয়েন্দা বিভাগ বলছে, এসব সিগারেট বিমানবন্দরে পরিত্যক্ত লাগেজে পাওয়া যায়। আটক লাগেজ ব্যাংকক থেকে আসা থাই এয়ারওয়েজ'র টিজি-৩৪২ ফ্লাইটে বেলা সাড়ে ১২টায় বিমানবন্দরে এসেছে। সিগারেটের ওপর উচ্চ শুল্ক (প্রায় ৪৫০%) পরিহারের জন্য এসব সিগারেট আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
আটক সিগারেট কোরিয়ার ইজি ব্র্যান্ডের। পণ্যের শুল্ক করসহ আটক পণ্যের মূল্য প্রায় ১৮ লাখ টাকা।
শুল্ক গোয়েন্দা আরো জানায়, আটক পণ্যের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হয়েছে।
এসজে/ডিএইচ