ঢাকা

বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীকে বিকল্প ব্যবস্থায় ফিরিয়ে দিতে অনুরোধ

আরটিভি নিউজ

মঙ্গলবার, ০১ নভেম্বর ২০২২ , ০৪:৩৮ পিএম


loading/img

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডের আদেশ পাওয়া আত্মস্বীকৃত পলাতক খুনি নূর চৌধুরীকে দেশটির আইনের মাধ্যমে না পারলে বিকল্প ব্যবস্থায় ফিরিয়ে দিতে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১ নভেম্বর) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কানাডার হাইকমিশনার লিলি নিকোলসের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে এ অনুরোধ জানান আইনমন্ত্রী আনিসুল হক।

এ সময় আইনমন্ত্রী সাংবাদিকদের জানান, আসামি নূর চৌধুরীকে কানাডা থেকে ফেরত পাঠাতে কানাডাকে অনুরোধ করেছি। কানাডার আইনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ফেরত দেওয়া সম্ভব হবে না বলে আমাকে হাইকমিশনার জানিয়েছেন। তবে বিকল্প পন্থা বের করা যায় কি না, সে বিষয়টি দেখতে আমি তাদের অনুরোধ করেছি। তাকে বলেছি, একজন খুনিকে আশ্রয় দেওয়া মানবাধিকার লঙ্ঘন।

বিজ্ঞাপন

তিনি বলেন, হাইকমিশনার আমাকে অত্যন্ত স্পষ্টভাবে জানিয়েছেন যে, কানাডার আইন অনুযায়ী মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো আসামিকে ফেরত দেওয়া হয় না।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, বিকল্প পন্থা বের করতে আমরা সব আইন দেখার অনুরোধ জানিয়েছি। উনি বলেছেন, তাদের সরকারের কাছে বার্তা পৌঁছে দেবেন তিনি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |