ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব হল সভাপতি বেনজির হোসেন নিশিকে ৫ দিনের রিমান্ডে দিয়েছেন আদালত।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলামের আদালত এ আদেশ দেন।
এদিন নিশিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা। অন্যদিকে রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন আসামিপক্ষের আইনজীবী। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
কলাবাগান থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলার সূত্রে জানা যায়, অন্তর্বর্তী সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে গত ১৩ ডিসেম্বর ভোরে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্যানারসহ রাজধানীর কলাবাগান থানাধীন পান্থপথ এলাকায় সমবেত হয়ে এজাহারনামীয় ও অজ্ঞাতনামা অন্তত দেড় শতাধিক আসামি মিছিল করেন। ওই সময় জনসম্মুখে সরকারের বিরুদ্ধে অপপ্রচারের উদ্দেশ্যে এবং ছাত্রলীগের কার্যক্রমকে গতিশীল করতে তারা নানা স্লোগান দেন।
পরবর্তীতে ওই ঘটনায় কলাবাগান থানায় মামলার পর ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বেনজির হোসেন নিশিসহ তিনজনকে আটক করা হয়। পরে এ মামলায় তাদের আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠান।
এদিন নিশির সঙ্গে আরও দুই ছাত্রলীগ নেতাকেও ৫ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। তারা হলেন-নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা কাউসার ও রমজান।
আরটিভি/এমএ