ঢাকাবুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

উপসচিব দিদারুল ও সাবেক এমপি ওয়াহেদসহ চারজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আরটিভি নিউজ

সোমবার, ১৭ মার্চ ২০২৫ , ০২:৫২ পিএম


loading/img
ফাইল ছবি

জাতীয় সংসদ সচিবালয়ের উপসচিব মো. দিদারুল আলম চৌধুরী ও ময়মনসিংহ-১১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ আব্দুল ওয়াহেদসহ চারজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

বিজ্ঞাপন

সোমবার (১৭ মার্চ) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ নিষেধাজ্ঞা জারির আদেশ দেন ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব।

নিষেধাজ্ঞাপ্রাপ্ত অন্য দুজন হলেন সাবেক স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেকের ছেলে রাহাত মালেক (৩৮) ও জনৈক মোহাম্মাদ মোতাহার হোসেন।

বিজ্ঞাপন

অভিযুক্তদের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও ঘুষ গ্রহণের মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অভিযোগ অনুসন্ধানাধীন থাকায় তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ চেয়ে পৃথক চারটি আবেদন করে দুদক। শুনানি শেষে আবেদন মঞ্জুর করে আদেশ দেন আদালত।

আরটিভি/এসএইচএম/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |