ঢাকা

আইনজীবীদের পোষাকে শিথিলতা

আরটিভি নিউজ

সোমবার, ২৪ মার্চ ২০২৫ , ১১:৫৪ পিএম


loading/img
আইনজীবীগণ

তাপপ্রবাহের কারণে দেশের নিম্ন আদালতে আইনজীবী-বিচারকদের কালো কোট ও গাউন পরিধানের বাধ্যবাধকতা শিথিল করেছেন প্রধান বিচারপতি।

বিজ্ঞাপন

সোমবার (২৪ মার্চ) প্রধান বিচারপতির আদেশে বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে চলমান তীব্র তাপপ্রবাহের কারণে দেশের বিভিন্ন আইনজীবী সমিতির আবেদনের পরিপ্রেক্ষিতে পরিবর্তিত পরিস্থিতিতে দেশের সব অধস্তন দেওয়ানি ও ফৌজদারি আদালত-ট্রাইব্যুনালের বিচারক ও আইনজীবীরা ক্ষেত্র মতো সাদা ফুলশার্ট বা সাদা শাড়ি/সালোয়ার কামিজ ও সাদা নেক ব্যান্ড/কালো টাই পরিধান করবেন।

বিজ্ঞাপন

এক্ষেত্রে কালো কোট এবং গাউন পরিধান করার আবশ্যকতা নেই বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ নির্দেশনা আগামী ৬ এপ্রিল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে বলে জানানো হয়েছে।

আরটিভি/এএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |