• ঢাকা মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১
logo

সুপ্রিম কোর্ট বার নির্বাচনে সভাপতি আমিন উদ্দিন, সম্পাদক কাজল জয়ী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৩ মার্চ ২০২০, ১০:৩২
সুপ্রিম কোর্ট বার নির্বাচনে সভাপতি আমিন উদ্দিন, সম্পাদক কাজল জয়ী
ফাইল ছবি

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (২০২০-২১) নির্বাচনে সভাপতি পদে জয় পেয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এএম আমিন উদ্দিন। আর সম্পাদক পদে জয় পেয়েছেন বিএনপি সমর্থিত নীল প্যানেলের প্রার্থী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

সভাপতি পদে এ এম আমিন উদ্দিন পেয়েছেন ৩ হাজা ৩৭০ ভোট, নিকটতম প্রতিদ্বন্দী জয়নুল আবেদীন পেয়েছেন ২ হাজার ৪৫৭ ভোট। অন্যদিকে, সম্পাদক পদে কাজল পেয়েছেন ৩ হাজার ৭৬ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহ মনজুরুল পেয়েছেন ২ হাজার ৮১১ ভোট, কোষাধ্যক্ষ পদে বিএনপির রাগিব রউফ পেয়েছেন ৩ হাজার ৩২৯ ভোট নির্বাচিত হয়েছেন।

গত ১১ ও ১২ মার্চ দুই দিনের ভোটের পর গণনা শেষে শুক্রবার (১৩ মার্চ) সকালে এই ফলাফল ঘোষণা করা হয়।

সংগঠনের ১৪টি পদের মধ্যে সভাপতি, সহ-সভাপতি (১), সহ-সম্পাদক (২) ও সদস্য (২) নিয়ে মোট ছয়টি পদ পেয়েছে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল। আর বিএনপি সমর্থিত নীল প্যানেল সহ-সভাপতি (১), সম্পাদক, কোষাধ্যক্ষ ও পাচঁজন সদস্যসহ মোট ৮টি পদে জয় পেয়েছে।

দুটি সহ-সভাপতি পদের একটিতে আওয়ামী লীগ সমর্থিত মো. মনিরুজ্জমান এবং অন্যটিতে বিএনপি সমর্থিত মো. আব্দুল জব্বার বিজয়ী হয়েছেন।

সহ-সম্পাদকের দুটি পদে আওয়ামী লীগ সমর্থিত মোঃ ইমতিয়াজ ফারুক ও মোহাম্মদ বাকির উদ্দিন ভুঁইয়া জয় পেয়েছেন।

নীল প্যানেলের মার-ই-উম খন্দকার, মোহাম্মদ মোহসিন কবির, মো. মোহাদ্দেস উল ইসলাম (টুটুল), মোহাম্মদ সাইফ উদ্দিন (রতন), অ্যাডভোকেট আমিরুল ইসলাম (খোকন) জয়ী হয়েছেন।

এবারের নির্বাচনে সভাপতি-সম্পাদকসহ ১৪টি পদের বিপরীতে ৩১ জন প্রার্থী অংশ নিয়েছেন। দুই প্যানেলের বাইরে সভাপতি-সম্পাদকসহ তিন পদে আরও তিন জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

এ নির্বাচনে সাবেক অ্যাটর্নি জেনারেল এএফ হাসান আরিফের নেতৃত্বে ১১৪ সদস্যের নির্বাচন উপ-কমিটি দায়িত্ব পালন করছেন।

আইনজীবী সমিতি নির্বাচনে ৭ হাজার ৭৮১ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৫ হাজার ৯৪০ জন।

এমকে

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • আইন-বিচার এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপি নেতা তোতাকে হত্যা, ২ মাসেও গ্রেপ্তার হয়নি আসামি 
সংস্কারে কয়দিন লাগবে, প্রশ্ন মির্জা আব্বাসের
চব্বিশের আন্দোলনকারীদের প্রকাশ্যে ‌‌‌‘টোকাই’ বলে আ.লীগ নেতার কটাক্ষ
কুমিল্লায় বিএনপির বহিষ্কৃত নেতা বিল্লাল গ্রেপ্তার