ইউপি ও পৌর নির্বাচন: ভোটের আগেই যেসব এলাকায় সহিংসতা

আরটিভি নিউজ

রোববার, ২১ মার্চ ২০২১ , ১১:১১ পিএম


ইউপি ও পৌর নির্বাচন: ভোটের আগেই যেসব এলাকায় সহিংসতা
ইউপি ও পৌর নির্বাচন: ভোটের আগেই যেসব এলাকায় সহিংসতা

আগামী ১১ এপ্রিল প্রথম ধাপে ৩৭১টি ইউনিয়ন পরিষদ (ইউপি) ও ১১টি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। গত শুক্রবার প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হয়েছে। আর যারা মনোনয়নপত্র প্রত্যাহার করবেন তারা আগামী ২৪ মার্চ পর্যন্ত সময় পাচ্ছেন। কিন্তু এর আগেই দেশের বিভিন্ন এলাকায় নির্বাচন কেন্দ্রীক সহিংসতা শুরু হয়েছে।

গত বৃহস্পতিবার বাগেরহাট সদরের ডেমা ইউনিয়নে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে গোলাগুলি হয়েছে। এতে উভয় পক্ষের ১৬ জন গুলিবিদ্ধ হয়।

বিজ্ঞাপন

বাগেরহাটের শরণখোলায় উপজেলার সাউথখালী ইউনিয়নের ১ নম্বর সোনাতলা ও ৫ নম্বর উত্তর সাউথখালী ওয়ার্ডে সদস্য প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। পৃথক দুটি সহিংসতায় ৯ নারীসহ অন্তত ২৫ জন আহত হয়।

বরগুনার বেতাগীতে ইউপি নির্বাচন ও পূর্বশত্রুতার জের ধরে সরিষামুড়ি ইউনিয়নের দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয় প্রায় ১০ জন।

প্রতিটি নির্বাচনে কমবেশি হট্টগোলের দৃশ দেখা যায়। সেই দিক থেকে আসন্ন ইউপি ও পৌরসভা নির্বাচনেও সহিংসতার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না বলে মনে করছেন নির্বাচন বিশেষজ্ঞরা।

এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission | powered by TechnoNext Software Limited.